ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের রামাল্লায় স্থাপিত বসতির কাছে ছুরিকাঘাতে তিন ইসরায়েলিকে হত্যা করা হয়েছে। এছাড়া অপর আরেক হামলায় হালামিশে একজন ইসরায়েলি আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামলাকারীকে ধরা হয়েছে এবং গুলি করা হয়েছে। জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ এলাকায় নতুন কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়ে শুক্রবার (২১ জুলাই) বিক্ষোভকারী এবং ইসরায়েলি বাহিনীর সংঘর্ষে তিন ফিলিস্তিনি নিহত ও কয়েকশ মানুষ আহত হয়েছেন। এ ঘটনার পরপরই হামলা করা ইসরায়েলিদের ওপর হামলা করা হলো। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন হারাম আল-শরীফ প্রাঙ্গণের প্রবেশপথে মেটাল ডিটেক্টর বসানোর পর তিনি ইসরায়েলের সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দিতে চান। এদিকে ইসরায়েল বলছে, এক সপ্তাহ আগে ওই এলাকায় তাঁদের দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন, এ কারণে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, শুক্রবার হালামিশে ছদ্মবেশে বাড়িতে ঢুকে ৪ জন ইসরায়েলি নাগরিককে ছুরিকাঘাত করা হয়। নিহতের মধ্যে দুইজন পুরুষ এবং একজন নারী। অাহত আরেক নারী হাসপাতালে চিকিৎসাধীন। সেনাবাহিনী তথ্যমতে, হামলাকারী একজন ফিলিস্তিনি তরুণ। ওমর আল-আবেদ নামের ওই তরুণকে হাসপাতালে নেয়া হয়েছে। তবে তার পরিস্থিতি সম্পর্কে কিছু জানা যায়নি। উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের মধ্যে ছুরিকাঘাত, গুলি, গাড়ি নিয়ে হামলার মতো সংঘর্ষ ও সহিসংতা বেড়েছে। সূত্র: বিবিসি