‘বাঙালিয়ানায় সাজবো সাজ, পিঠা উৎসবে মাতব’ স্লোগানে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) পিঠা উৎসবে মেতেছিলেন শিক্ষার্থীরা।
বুধবার শহীদ মিনার ক্যাম্পাসে দিনব্যাপী এ পিঠা উৎসবের আয়োজন করেছিলেন বিশ^বিদ্যালয়ের ১৫ ব্যাচের শিক্ষার্থীরা।
এ উপলক্ষে সকাল ৯টায় প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের নেতৃত্বে এক শোভাযাত্রা বিশ্বদ্যালয়ের অদম্য বাংলা চত্বর থেকে শুরু করে প্রশাসন ভবন হয়ে মেলার স্টলের অঙ্গনে গিয়ে শেষ হয়। উপাচার্য বেলুন উড়িয়ে ও ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন।
এ সময় ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. অনির্বাণ মোস্তফা উপস্থিত ছিলেন। এ উৎসবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের তৈরিকৃত ৬৫ রকমের পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়।