শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
প্রিয়াংকা ২০১৭ সালের এশিয়ার সেরা আবেদনময়ী নারী নির্বাচিত
প্রকাশ: ১১:১১ am ০৯-১২-২০১৭ হালনাগাদ: ১১:১৪ am ০৯-১২-২০১৭
 
 
 


বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ২০১৭ সালের এশিয়ার সেরা আবেদনময়ী নারী নির্বাচিত হয়েছেন। এর আগে ২০১৪ এবং ২০১৫ সালেও তিনি এ উপাধি পেয়েছিলেন। গত বছর বলিউডের আরেক অভিনেত্রী দিপীকা পাড়ুকোনের কাছে তার খেতাব হারান। আরো একবার ফের প্রিয়াংকা সেই খেতার জিতে নিলেন। শোবিজ জগতের সব ক্ষেত্রেই সফল পদচারণা তার। বিশ্ব সুন্দরীর মুকুট জয় করার পর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বলিউড থেকে হলিউড, অভিনয় থেকে শুরু করে গান, সকল ক্ষেত্রেই সফল প্রিয়াংকা। এক সপ্তাহ আগে তার দ্বিতীয় হলিউড সিনেমা 'এ কিড লাইক জ্যাক' সানড্যান্স ফিল্ম ফেস্টিভালের জন্য নির্বাচিত হয়েছে। সম্প্রতি সাপ্তাহিক পত্রিকা 'দ্যা ইস্টার্ন আই' এক জরিপ চালানোর পর প্রিয়াংকাকে এশিয়ার সেরা আবেদনময়ী হিসেবে ঘোষণা করে। সেরা আবেদনময়ী নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়া প্রিয়াংকা জানান, এ সম্মান দেয়ার জন্য তিনি ভক্তদের প্রতি কৃতজ্ঞ। বর্তমানে তিনি আমেরিকান টিভি সিরিয়াল 'কোয়ান্টিকো'র তৃতীয় সিজনের শুটিং নিয়ে ব্যস্ত।

সূত্র: বলিউড হাঙ্গামা

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT