শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৯ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ফিলিপাইনে টাইফুন ‘নক টেন’র আঘাতে নিহত ৪
প্রকাশ: ০২:২৮ pm ২৬-১২-২০১৬ হালনাগাদ: ০২:৩৯ pm ২৬-১২-২০১৬
 
 
 


ফিলিপাইনের রাজধানী ম্যানিলার পাশে ‘নক টেন’ নামে শক্তিশালী টাইফুনের আঘাতে চারজন নিহত হয়েছেন।

রোববার (২৫ ডিসেম্বর) টাইফুনটি আঘাত হানে বলে সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

খবরে বলা হয়, খ্রিস্ট সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিন উদযাপনের সময় ‘নক টেন’ দেশটির পাঁচটি প্রদেশে আঘাত হানে। এতে অনেক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়। প্রায় ১০ হাজার মানুষ গৃহহারা হয়ে পড়েন। রাস্তাঘাট বিপর্যস্ত হয়ে পড়ে। যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

টাইফুনে আক্রান্ত ম্যানিলাবাসী, ছবি: সংগৃহীত‘নক টেন’ স্থানীয়ভাবে ‘নিনা’ নামে পরিচিত। দেশটির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ম্যানিলার দক্ষিণে প্রতি ঘণ্টায় ২১৫ কিলোমিটার বেগে টাইফুনটি আঘাত হানে। পরে তা ১৩০ কিলোমিটার বেগে দমকা হওয়ায় রূপ নেয়।

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT