মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ ১৯শে অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ফেনীতে কাভার্ড ভ্যানে আগুন
প্রকাশ: ০৭:০০ am ১১-০২-২০১৮ হালনাগাদ: ১০:৩৫ am ১১-০২-২০১৮
 
 
 


ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর রাস্তার মাথায় একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

শনিবার রাত সাড়ে এগারোটার দিকে এঘটনা ঘটে। ওই কভার্ড ভ্যানের চালক মোহাম্মদ হাসান জানান, আবুল খায়ের গ্রুপের পণ্য নিয়ে তারা চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলেন। যাত্রা পথে সাময়িক বিরতি নেয়ার জন্য রামপুর রাস্তার মাথায় জব্বার মার্কেটের সামনে দাড়ানোর কিছুক্ষন পরই চার পাঁচ জন যুবক তাদের মারধর করে গাড়ি থেকে নামিয়ে দেয়। এর পরপরই গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে  পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বেশ কিছুক্ষণ মহাসড়কে যানচলাচল বন্ধ ছিল। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) উক্য সিং মারমা জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। ততক্ষণে কাভার্ডভ্যানটি প্রায় পুড়ে যায়। তিনি বলেন, তদন্তের পরে বিস্তারিত জানা যাবে।  

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT