মিস ইউনিভার্স প্রতিযোগিতায় শেষ হাসিটা হেসেছেন ফ্রান্সের আইরিস মিতনায়ের, মাথায় পরেছেন বিজয়ীর মুকুট। কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে প্রথম রানারআপ হয়েছেন হাইতির র্যাকুয়েল পেলিসিয়ের এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন কলম্বিয়ার আন্দ্রে তোভার। রয়টার্স ও ইউএসএ টুডে জানিয়েছে এই খবর।
আজ সোমবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ৬৫তম মিস ইউনিভার্সের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সব প্রতিযোগীকে হারিয়ে বিজয়ের মুকুট ছিনিয়ে নেন মিস ফ্রান্স। ২৪ বছর বয়সী মিস ফ্রান্স প্যারিসে থাকেন। বর্তমানে দন্ত চিকিৎসা বিষয়ে পড়াশোনা করছেন আইরিস। তিনি মিস ইউনিভার্সের অর্জনকে কাজে লাগিয়ে মানুষের মুখ ও দাঁতের পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা বাড়াবেন বলে জানিয়েছেন।
শরণার্থীদের জন্য ফ্রান্সের সীমান্ত খুলে দেওয়া ও শরণার্থী প্রসঙ্গে প্রশ্নোত্তর পর্বে আইরিস বলেন, ‘ফ্রান্সে আমরা চাই বিশ্বায়নের সবটুকু হোক। আমরা চাই অনেক বেশি মানুষের মধ্যে আদান-প্রদান হোক।’
এই প্রতিযোগিতায় মোট ১৩ জন চূড়ান্ত পর্যায়ে পৌঁছান। তাঁরা হলেন মিস কেনিয়া, মিস ইন্দোনেশিয়া, মিস ম্যক্সিকো, মিস পেরু, মিস পানামা, মিস কলম্বিয়া, মিস ফিলিপাইন, মিস কানাডা, মিস ব্রাজিল, মিস ফ্রান্স, মিস হাইতি, মিস থাইল্যান্ড ও মিস ইউএসএ।