ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের সিন্ধি জেলায় একটি ব্রিজের রেলিং ভেঙে বরযাত্রী বোঝাই একটি মিনি ট্রাক নদীতে পড়ে যায়। এতে নিহত হন অন্তত ২১ জন। আহত হয়েছেন আরো ২০ জন।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।
সিন্ধি জেলার প্রশাসক দিলীপ কুমার জানান, মধ্যপ্রদেশের সিংগ্রাউলি থেকে সিন্ধি জেলায় বিয়ে বাড়িতে যাওয়ার সময় মিনি ট্রাকটি সেতুর রেলিং ভেঙে ৬০ থেকে ৭০ ফুট নিচে সোন নদীতে পড়ে যায়। ওই মিনি ট্রাকটিতে ৪৫ জনের বেশি বরযাত্রী ছিল বলে জানা গেছে।
নদীতে পানি থাকলে দুর্ঘটনা আরো ভয়াবহ আকার নিতে পারত। আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় জেলা হাসপাতালে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে বাড়তে পারে মৃতের সংখ্যা।
এদিকে গতকাল রাতেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দুই লাখ রুপি এবং আহত প্রতি পরিবারকে ৫০ হাজার রুপি দেওয়ার ঘোষণা দেন।