চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বৃহস্পতিবার (২৬ অক্টোবর) থেকে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আলী আজগর চৌধুরী জানান, বৃহস্পতিবার ‘গ’ ইউনিটের (ব্যবসায় প্রশাসন অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার চবিতে চার হাজার ৯২৪টি আসনের বিপরীতে মোট ১ লাখ ২৬ হাজার ৫৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৬ জন শিক্ষার্থী। তিনি আরও জানান, ভর্তি পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসে ৭ শতাধিক পুলিশ মোতায়েন থাকবে। পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে অস্থায়ী কিংবা স্থায়ী খাবার দোকানগুলো যাতে অতিরিক্ত টাকা নিতে না পারে সেজন্য খাবারের মূল্যতালিকা নির্ধারণ করে টাঙানোর ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।