পর্দা নামছে ২৪ নভেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব ২০১৬ এর। এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের স্মৃতির উদ্দেশে। পাঁচ দিন ব্যাপী এই উৎসবের আজ শেষ দিন। সন্ধ্যা সাতটা থেকে ঢাকার আর্মি স্টেডিয়ামে শুরু হবে সমাপনীর আয়োজন।
শেষ দিন মঞ্চ মাতাবেন যারা
দলীয় কণ্ঠসংগীত : সংগীত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তবলায় স্বরূপ হোসেন ও জাকির হোসেন।
সেতার দলীয় : বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীরা।
সমাপনী
সন্তুর : পণ্ডিত শিবকুমার শর্মা। তবলায় পণ্ডিত যোগেশ শামসি।
খেয়াল : কুমার মারদুর। তবলায় আজিঙ্কা যোশি।
সেতার : পণ্ডিত কুশল দাস, পণ্ডিত শুভংকর বন্দ্যোপাধ্যায়।
খেয়াল : আরতি আঙ্কালিকার। তবলায় রোহিত মজুমদার।
বাঁশি : পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া।