রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিখোঁজ
প্রকাশ: ০১:০৪ pm ০৮-১১-২০১৭ হালনাগাদ: ০১:০৯ pm ০৮-১১-২০১৭
 
 
 


বেসরকারি নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুবাশার হাসান সিজারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার দুপুর থেকে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব অনেক চেষ্টা করেও তার কোনো খোঁজ পাচ্ছেন না।

এর আগে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, আমার বড় ভাই এর ছেলে সিজার গতকাল থেকে নিখোঁজ । তার মোবাইল ফোনও বন্ধ । সে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক । সবাই তার জন্য দোয়া করবেন সে যাতে নিরাপদে ফিরে আসে এবং ভালো থাকে। আমরা খুবই চিন্তিত ।

যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক শাহেদ আলম তার ফেসবুক স্ট্যাটাসে লেখেছেন, আমার একমাত্র ডক্টরেট বন্ধুটি নাকি গতকাল থেকে নিখোজ। আমি রানা হাসান ভাই এর একটি স্ট্যাটাস পড়ে তাকে ইনবক্সে নক করলাম। তার প্রায় ৪ ঘন্টা পর, সিন (SEEN) অপশন দেখিয়েছে। পরে আবার লিখেছি, কোন উত্তর নেই। সে সম্ভবত অভিমান করে আছে। সেটাই বিশ্বাস করছি। এর বাইরে আর কিছু বিশ্বাস করতে চাই না।

উল্লেখ্য, এর আগে সাংবাদিক উৎপল দাস হঠাৎই হারিয়ে যান। তার ফেসবুকে পাঠানো মেসেজও একইভাবে সিন (SEEN) করা হয়েছে বলে জানায় উৎপলের বন্ধুরা। এখন পর্যন্ত উৎপলের কোনো খোঁজ পাওয়া যায়নি।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT