রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ৬ই মাঘ ১৪৩১
Smoking
 
ভারতীয় ছবিতে জাহিদ হাসান
প্রকাশ: ০৩:১৮ pm ২০-১১-২০১৭ হালনাগাদ: ০৩:২১ pm ২০-১১-২০১৭
 
 
 


কলকাতার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জাহিদ হাসান। ছবির নাম ‘সিতারা’। ছবিটি পরিচালনা করবেন আশীষ রায়। পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সাহিত্যিক আবুল বাশারের ‘ভোরের প্রসূতি’ উপন্যাস অবলম্বনে এর চিত্রনাট্য তৈরি হয়েছে। ছবিটি বাংলা ও তেলেগু ভাষায় নির্মিত হবে বলে জানা গেছে। টেলিভিশন নাটকের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন জাহিদ হাসান। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন। বলবান, শ্রাবণ মেঘের দিন, মেড ইন বাংলাদেশ, আমার আছে জল, প্রজাপতি, ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। জাহিদ হাসান সবশেষ অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ ছবিতে অভিনয় করেছেন। ছবিটি আগামী ১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিতারা ছবিটিতে জাহিদ হাসান দিলু নামের চরিত্রে অভিনয় করবেন। আগামী জানুয়ারিতে দিনাজপুরের সীমান্তবর্তী এলাকার ভারত অংশে ‘সিতারা’ ছবির শুটিং হবে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT