বাংলাদেশের ছাত্রদের একটা টীম এই মুহূর্তে ফিলিপাইনে অনুষ্ঠান রত মাইক্রোসফট ইমাজিন কাপ সাউথ ইস্ট এশিয়া রিজিওনাল ফাইনাল এ উঠেছে।
আরো অনেকগুলো দেশের টীম এর সাথে কম্পিট করছে আমাদের দেশের টিম পেরাসিটিকা । অনলাইন ভোটিং চলবে সন্ধ্যা ৭ পর্যন্ত। এতো বিশাল ফেইসবুক ব্যবহারিরকারী দেশের টিমকে অন্য দেশের কেউ অনলাইন ভোটিং এ পেছনে ফেলবে সেটা হবে না। এই মুহূর্তে ইন্দোনেশিয়ার টিম আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে আসে ভোটিং এ
ভোটিং এর লিংকটা দিয়ে দিলাম। লগ ইন করে ভোট করার অনুরোধ করলাম বাংলাদেশের টিম এর জন্যে।
ভোট করে শেয়ার করে দিন লিংকটা