শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
মান্নার জামিন বহাল
প্রকাশ: ১২:০০ am ২৮-১১-২০১৬ হালনাগাদ: ১১:০৩ am ২৮-১১-২০১৬
 
 
 


মাহমুদুর রহমান মান্নাকে রাষ্ট্রদ্রোহ ও উস্কানির অভিযোগে করা দুই মামলায় হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।

একই সঙ্গে আদালত তার পাসপোর্ট নিম্ন আদালতে জমা দেবার আদেশ দিয়েছে। এই দুই মামলায় পুলিশের প্রতিবেদন জমা না দেয়ার আগ পর্যন্ত বহাল থাকবে এই জামিন আদেশ।

সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এসময় রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা এবং মান্নার পক্ষে ছিলেন আইনজীবী ইদ্রিসুর রহমান।

গত ২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারিতে সরকার উৎখাতের ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে একটি মামলা হয় তার বিরুদ্ধে। একই বছরের ৫ মার্চ তারিখে সরকার উৎখাত ষড়যন্ত্রে জড়িত অভিযোগের ভিত্তিতে মাহমুদুর রহমান মান্না এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে মামলা হয়।

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT