শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন
প্রকাশ: ০৪:২০ pm ০১-০১-২০১৮ হালনাগাদ: ০৪:২৯ pm ০১-০১-২০১৮
 
 
 


দেশের জনপ্রিয় উপস্থাপিকা ও ‘আয়নাবাজি’খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। পাত্র জোবাইদুল হক। পেশায় একজন ব্যাংকার। দুই পরিবারের মধ্যে বিয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। আগামী এপ্রিলের ২৬ তারিখ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানা গেছে।

নাবিলা সূত্রে জানা গেছে, তাদের দু’জনার পরিচয় প্রায় ১৮ বছরের। বলা যেতে পারে তারা দুজনেই দু’জনার প্রথম প্রেম। তারা যখন জেদ্দায় থাকতেন, তখন ওদের পরিবারও সেখানে থাকত। নাবিলা ও জোবাইদুল হক দুজনে একই স্কুলে পড়্তেন। তখন থেকে তা্দের প্রতি ভালো লাগা তৈরি হয়। তবে তারা কল্পনাও করতে পারেনি এতদিন পর তাদের সেই প্রেমের সফল পরিণতি হবে। তারা সবার কাছে দোয়া চায়।

বাবার চাকরি সূত্রে নাবিলার জন্ম ও বেড়ে ওঠা সৌদি আরবে। তার কৈশোর কেটেছে জেদ্দা শহরে। এসএসসি পাসের পর জেদ্দা থেকে নাবিলা স্থায়ীভাবে ঢাকায় চলে আসেন। অপরদিকে নাবিলার হবু বর জোবাইদুল হকের কৈশোরও কেটেছে জেদ্দায়, তার বাবার কর্মস্থল ছিলো সেখানে। এখন তিনি ঢাকার একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT