রাজধানীর কাফরুলে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রাক্তন যুগ্ম সচিব নুর উদ্দিনের ছেলে মহিউদ্দিন মিশু হত্যা মামলায় পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. আতাউর রহমান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা আসামিরা হলেন-হুমায়ুন কবির, আবুল কালাম, তরিকুল ইসলাম, ইসহাক ও কালাম। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- হাসেম, রাজা ও বাদশা।
দণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আর তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন।
এদিকে রায়ে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট আদালতের স্পেশাল পিপি জাহাঙ্গীর হোসেন দুলাল।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৬ সালের ১৯ মে আসামিরা মিশুকে অপহরণ করে পাবনা জেলার আতাইকুলা গ্রামে নিয়ে যায়। এরপর তারা মিশুর পরিবারের কাছে ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। কিন্তু মিশুর পরিবার টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তাকে হত্যা করে।
ওই ঘটনায় ২০০৬ সালের ১৩ জুলাই কাফরুল থানায় মিশুর বাবা নুর উদ্দিন মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০০৭ সালের ৪ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন ডিবি পুলেশের পরিদর্শক মোস্তাফিজুর রহমান।