ভারতের মুম্বাইয়ের পাকমোদিয়া স্ট্রিটের ভেন্ডি বাজার এলাকায় একটি পাঁচ তলা ভবন ধসে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিন জন নিহত হয়েছে। এছাড়া কমপক্ষে ৩০ জন আটকা পড়ার আশঙ্কা করছে প্রশাসন। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ৮ টা ৪৫ মিনিটের দিকে ভবনটি ধসে পড়ে। দমকল বাহিনীর ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকাজে সহযোগিতা করছে পুলিশ এবং উদ্ধারকারী দলের কর্মীরা। জাতীয় দুর্যোগ মোকাবিলা দলও ঘটনাস্থলে পৌঁছেছে। ওই বাড়িটিতে প্রায় ৪০জন বসবাস করতেন বলে জানা গেছে। পুলিশ সূত্রের খবর অনুযায়ী, এখন পর্যন্ত ১১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের দক্ষিণ মুম্বাইয়ের জে জে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে মুম্বাইয়ের চান্দিভালি এলাকায় অপর আরেকটি ভবনধসে ৬ জন নিহত হয়েছিলো। চলতি বছর বর্ষা মৌসুম শুরুর আগেই ৭৯১টি পুরনো বাড়িকে বিপজ্জনক ঘোষণা করা হয়েছিলো। গত দুই দিনের প্রবল বর্ষণের ফলেই বাড়িটি ধসে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।