মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ৫ নম্বর কেটের নেয়ার সিদ্ধান্ত বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়েরে করা হয়েছে। রোববার (২৭ আগস্ট) রিট আবেদন দায়ের করেন আইনজীবী ইউনূস আলী আকন্দ । একই সঙ্গে ৫ নম্বর কেটে নেয়া কেন অবৈধ নয়, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। এ বিষয়ে ইউনূস আলী আকন্দ জানান, আগামীকাল সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে। রিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ডেন্টাল কাউন্সিলের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। ইউনূস আলী আরও বলেন, মেডিকেলে ভর্তি পরীক্ষা যে ৫ নম্বর কাটার কথা বলা হয়েছে তা ২০১০ সালের মেডিকেল কাউন্সিল ৫ (৫) ধারা এবং জাতীয় শিক্ষা ২০১০ এরও লঙ্ঘন।