যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে একটি মসজিদে শনিবার (৫ আগস্ট) বোমা হামলা করা হয়েছে। ভোরের দিকে মুসল্লিরা যখন নামাজ আদায়ের জন্য জড়ো হচ্ছিলেন তখন ইমামের অফিস কক্ষে বোমা বিস্ফোরণ হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা 'ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)'। 'দার আল ফারুক মসজিদের' ইমামের অফিসের জানালা দিয়ে বোমাটি নিক্ষেপ করা হয়। মসজিদের নির্বাহী পরিচালক মোহাম্মদ ওমর ব্লুমিংটনে সাংবাদিকদের জানান, মসজিদের এক সদস্য বোমা হামলার পরপরই ভবনের পার্কিং লট থেকে একটি পিকআপ ট্রাককে দ্রুত চলে যেতে দেখেছেন। কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স মসজিদে হামলাকারীকে ধরিয়ে দিতে পারলে ১০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে মুসলিম-বিরোধী হামলার ঘটনা বেড়েছে বলে সংগঠনটির এক পর্যালোচনায় দাবি করা হয়েছে। মিনিয়াপোলিসের মসজিদে বোমা হামলার পর যুক্তরাষ্ট্রের সব মসজিদে নিরাপত্তা জোরদারের পরামর্শ দিয়েছে সংগঠনটি।
সূত্র: রয়টার্স