যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিশে পুলিশের গুলিতে একজন অস্ট্রেলীয় নারী নিহত হয়েছেন। শনিবার (১৫ জুলাই) ৯১১ নাম্বারে একটি ফোন আসে এবং সম্ভাব্য হামলার অভিযোগ করে পুলিশের সাহায্য চাওয়া হয়। মিনেসোটা ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি বলেছে, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে যান পুলিশের জরুরি সেবা প্রদানকারী দলের সদস্যরা। এক পর্যায়ে এক কর্মকর্তা গুলি ছুড়লে মারাত্মকভাবে বিদ্ধ হন একজন নারী। যুক্তরাষ্ট্রের জন সুরক্ষায় নিযুক্ত সংস্থা বিসিএ এ ঘটনার তদন্ত করছে। বিসিএ জানিয়েছে ঘটনার সময় ওই কর্মকতার শরীরে যুক্ত ক্যামেরাটি চালু ছিলো না। নিহতের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মিনিয়াপোলিশে ৪০ বছর বয়সী এক নারী তার বাগদত্তার সঙ্গে বসবাস করতেন। ওই নারীই ৯১১ নাম্বারে ফোন দিয়ে সহায়তা চান।
সূত্র: বিবিসি