আসন্ন নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের কর্মকান্ড ও জনসমর্থন বৃদ্ধির লক্ষ্যে আজ অনলাইন ভিত্তিক যুব ও সামাজিক বিপ্লবী সংগঠন “তথ্য প্রযুক্তির নবপ্রজম্ম ”সৃষ্টি। যার মূল স্লোগান হলো “করতে যোগ্য দক্ষ সাংসদ নির্বাচন ,অগ্রাধিকারে নিজ এলাকার সন্তান”। এই স্লোগানকে সামনে রেখে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনলাইন ভিত্তিক যুব ও সামাজিক বিপ্লবী সংগঠন “তথ্য ও প্রযুক্তির নবপ্রজম্ম ” এক মানববন্ধন কর্মসূচি পলন করে। এই মানব বন্ধন কর্মসুচী আওয়ামীলীগ এর কল্যাণের জন্য, কোন ব্যক্তি বিশেষের পক্ষে-বিপক্ষে কাজ করার উদ্দেশ্যে নয়। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ – ৫ ( বেলকুচি – চৌহালী ) আসনে জনাব মুশফিকুর রহমান মোহন এর নির্বাচনী কার্যক্রম ও প্রচারনা সঠিকভাবে পরিচালনার লক্ষ্যে অনলাইন ভিত্তিক যুব ও সামাজিক বিপ্লবী সংগঠন “তথ্য ও প্রযুক্তির নবপ্রজম্ম ” এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
সংগঠনের প্রধান উপদেষ্টা বেলকুচি প্রেস ক্লাব এর সভাপতি জনাব গাজী মো: সাইদুর রহমান এর সুযোগ্য নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি পলন করা হয় বক্তারা বলেন‘ আজ থেকে আমাদের মুল লক্ষ্য জন প্রতিনিধি এবং সাধারন ভোটার তথা জনগণের মাঝে দূরত্ব কমানোর প্রয়াসে এলাকার সন্তানকে সাংসদ তৈরী করার প্রচেষ্টা। এতে যেমন আওয়ামীলীগ উপকৃত হবে, সাধারন ভোটার তথা জনগণও উপকৃত হবেন এবং সর্বোপরি জন প্রতিনিধি নিজেও উপকৃত হবেন। আর এক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হলো এলাকার সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান অনেক বেশি সহজতর ও দ্রুত হবে।
বেশিভাগ এলালাকায় দেখা যার নির্বাচনের পর জনপ্রতিনিধি আর জনগণের মধ্যে একটা বিশাল দূরত্ব তৈরি হয় কিন্তু নিজ একালার সন্তান যদি নির্বাচিত হন তাহলে জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে দূরত্ব ও ব্যবধান অনেক কমে যাবে। জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে দূরত্ব ও ব্যবধান কমানোর লক্ষ্যই আমাদের একমাত্র দাবি এই সংগঠনের।
সংগঠনের প্রতিনিধিরা বলেন, এলাকার সন্তানকে সাংসদ হিসেবে নির্বাচন করা- এতে করে উপকৃত হবে দেশ, জনগণ তথা সকলেই। বলা প্রয়োজন অতীতের সাংসদগণ কে কি করিয়াছিলেন তাতে আমাদের সংগঠন “তথ্য প্রযুক্তির নবপ্রজন” এর কোন মাথা ব্যথা নেই বা তা আমরা তুলেও ধরবো না।
“করতে যোগ্য দক্ষ সাংসদ নির্বাচন অগ্রাধিকারে নিজ এলাকার সন্তান। ব্যস্ত রবো,এলাকার ভাল ও মন্দে, কি প্রয়োজন অন্য এলাকার দ্বন্দ্বে”।