শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
মুশফিকুর রহমান মোহন
এ জীবন চাইনি আমি
প্রকাশ: ০৪:৫৯ pm ০৯-১০-২০১৭ হালনাগাদ: ০৫:০৫ pm ১০-১০-২০১৭
 
 
 


"এ জীবন চাইনি আমি"

 

বিধি মানুষ যদি করলে আমায় নেই কেন ক্ষমতা আমার?
ধর্ষিতার লাশ দেখি,মন কষ্টে অশ্রু মুছি,দুহাতে মুখ ঢাকি
গ্রেপ্তার,বিচার-নেই ক্ষমতা,ধর্ষকের কিছু করতে না পারি!!
এ জীবন চাইনি আমি-বিধি তুলে নাও আমায়।

 

বানভাসির কষ্ট,অনাহারে অসার দেহ,রোগে জীর্ণ শীর্ণ
এমন জীবন চাইনি বিধি-আমায় জলে ভাসাও।

 

নাফ নদি পেরিয়ে আসছে ভেসে রোহিঙ্গারা সারি সারি
জীর্ণ শীর্ণ রুগ্ন দেহে,অসহায় মানবতা হচ্ছে দীর্ঘ সারি।

 

ফেলে আসা সহায় সম্বল, ঘড়-পুড়ছে,মানবতা জ্বলছে
কোথায় আজ জাতিসংঘ? কোথায় তুমি বিশ্ব মানবতা?

 

পেটে কোন খাবার নেই,লজ্জা ঢাকার বস্ত্র! সেটাও নেই
পায়ের তলায় মাটি নেই,মাথার উপর ছাউনি!নেই নেই।
এ জীবন চাইনি আমি -রোহিঙ্গাদের মৃত্যু দাও।

 

মুশফিকুর রহমান মোহন।
৮ অক্টোবর ২০১৭
ঢাকা।

 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT