উপলব্ধি শুরু!
১৯৬৫ সাল সেপ্টেম্বর ১১ রোজ শনিবার
বেলকুচি উপজেলায় ক্ষীদ্রমাটিয়া যে গ্রাম।
সেপ্টেম্বর মাস,যখন মহা পুরুষ জন্ম নেয়,
শনিবার,সময় সকালের আনুমানিক নয়।
ইন্দ্রোলোক আলোকিত করে ত্রাতার বেশে
মিজ্ঞাবাড়ি"সাত শরিকে"ভুমিষ্ঠ মহাপুরুষ।
পবিত্র কোরআনে আয়াত দেখে নামকরন
মিজ্ঞা বংশে জন্ম নেয়া প্রজন্মের পুত্র সন্তান
মুশফিক- ভীত,রহমান-সৃষ্টিকর্তা উর- যার
"সৃষ্টিকর্তার ভয়ে ভীত" মুশফিকুর রহমান।
মাতামহীর আদরের ধন,ডাক নাম "মোহন"
শ্রীকৃষ্ণের নামে নাম,তার গুন কিছু পেলাম।
১৯৬৬ সালের ৪ঠা ডিসেম্বর মমতাময়ী "মা"
রায়ের বাজার পুল পার কাটাসুরের বাড়ীতে
ভুলোকের মায়া ছিন্ন করলেন "মা",মাতৃহারা
হতে লালন পালন ফিরে আসা ক্ষীদ্রমাটিয়া
ফুফুর মাতৃস্নেহে বেড়ে ওঠা ফুফুকেই মা ডাকা
"হরিপদ স্যার"র হাতে-হাত খরি,পিতার গুরু!
গ্রামের পাঠশালায় শিক্ষা জীবনের হল শুরু।
২য় শ্রেনী সমাপণ! জীবনে শুরু হল ছন্দ পতন
প্রলোভনে ঢাকায় পিত্রালয়ে আগমন,নির্বাসন!
উপলব্ধি শুরু! মাতৃহারা,শুরু বেদনাময় জীবন।
কষ্ট সহ্য! করতে না পেরে ক্ষীদ্রমাটিয়া প্রত্যবর্তন
শ্যাম কিশোড় উচ্চ বিদ্যালয় ৭ম শ্রেনির নিবন্ধন।
মুশফিকুর রহমান মোহন।
২০১১ ইং
ভিয়েনা,অষ্ট্রিয়া।