নিজ বিভাগের কয়েক ছাত্রীকে যৌন হয়রানির দায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মীর মোশারেফ হোসেনকে (রাজীব মীর) চাকরিচ্যুত করা হয়েছে।
আজ রোববার রাত সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজ রাতে বিশ্ববিদ্যালয়ের ৭৪তম সিন্ডিকেট সভায় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটে সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গত বছরের ১১ এপ্রিল রাজীব মীরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠে। তার বিরুদ্ধে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন ওই বিভাগেরই কয়েক ছাত্রী। পরে গত বছরের ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ৭১তম সিন্ডিকেট সভায় রাজীব মীরকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ঘটনা তদন্তে গঠিত একাধিক কমিটি যৌন হয়রানির প্রমাণ পায় এবং কমিটির চুড়ান্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করেই রাজীব মীরকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট সভা