রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক (পিআরএল) এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফকে আগামী চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ দিয়েছেন আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) অবসরোত্তর ছুটিতে (পিআরএল) এই অধ্যাপককে আগামী চার বছরের জন্য ওই পদে নিয়োগ নিয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। ওই আদেশে বলা হয়েছে, অধ্যাপক মোস্তাফিজুর রহমানকে কোষাধ্যক্ষ হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হলেও রাষ্ট্রপতি চাইলে মেয়াদ শেষ হওয়ার আগেই এই নিয়োগ বাতিল করতে পারবেন। প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের আগের কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দীন আহমেদের মেয়াদ গত ৫ মে শেষ হয়। এরপর থেকে ওই পদটি ফাঁকা ছিল। ফলে চার মাস পরে নতুন কোষাধ্যক্ষ পেল বিশ্ববিদ্যালয়টি।