বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
রাবি আইবিএর চতুর্থ গ্রাজুয়েশন অনুষ্ঠিত
প্রকাশ: ০৪:১৪ pm ২৯-০১-২০১৭ হালনাগাদ: ০৪:১৫ pm ২৯-০১-২০১৭
 
 
 


রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) চতুর্থ গ্রাজুয়েশন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় ইনস্টিটিউট চত্বরে এই গ্রাজুয়েশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী ১২টি ব্যাচের প্রতিটি পরীক্ষায় শীর্ষস্থান অধিকারী ১২ জন স্নাতকধারীকে দেওয়া হয় স্বর্ণপদক। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান পুরস্কারপ্রাপ্তদের এ স্বর্ণপদক তুলে দেন।

জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. মশিহুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই অনুষ্ঠানের মাধ্যমে এক্সিকিউটিভ এমবিএ (দ্বিতীয়-চতুর্থ ব্যাচ), এমবিএ ইভনিং (অষ্টম-দশম ব্যাচ), এমবিএ ডে (দ্বিতীয়-পঞ্চম ব্যাচ) ও এমবিএ ফর বিবিএ গ্রাজুয়েট্স (তৃতীয়-পঞ্চমব্যাচ) কোর্সের মোট ৪৪৮ জনকে গ্রাজুয়েশন দেওয়া হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক এম শাহ নওয়াজ আলী।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার অধ্যাপক মু. এন্তাজুল হক ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মু. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত  করতে দক্ষ মানবসম্পদ প্রয়োজন। আর এই মানবসম্পদ তৈরিতে ব্যবসায় প্রশাসনকেন্দ্রিক বিদ্যাচর্চায় আইবিএ অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে রাজশাহী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার আইবিএর শিক্ষার্থীদের কল্যাণে তিন লাখ টাকার অনুদানের চেক দেন।

১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এই ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে এ পর্যন্ত মোট এক হাজার ২২০ জন ডিগ্রি লাভ করেছেন। এটি বাংলাদেশে দ্বিতীয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT