সিরীয় বিদ্রোহীরা রুশ বিমান ভূপাতিত করে অপহরণ করা পাইলটকে হত্যা করেছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে বিদ্রোহীরা বিমানটি ভূপাতিত করে প্রথমে পাইলটটে আটক করে। এরপর তার নিহত হওয়ার খবর পাওয়া যায়। শনিবার (৩ ফেব্রুয়ারি) বিদ্রোহীদের একটি গোষ্ঠী রাশিয়ার সুখই-২৫ যুদ্ধবিমানকে গুলি ছুড়ে ভূপাতিত করে। প্যারাসুট নিয়ে পাইলট নিচে নামলে তাকে বন্দি করা হয়। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বিদ্রোহীদের কোন অংশ বিমানটি ভূপাতিত করেছে তা নিশ্চিত করতে পারেননি সংস্থাটির প্রধান রামি আবদেল রহমান। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পোর্টেবল সারফেস টু এয়ার মিসাইলের মাধ্যমে বিমানটি ভূপাতিত করা হয়। প্যারাসুট নিয়ে চালক পালানোর চেষ্টা করলেও মাটিতে তাকে হত্যা করা হয়। বিদ্রোহীদের ফেসবুকে পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, বিমানের ভাঙা অংশ পড়ে আছে এবং চালককে ঘিরে রেখেছে বিদ্রোহীরা। তাদের দাবি, এই যুদ্ধবিমানটি বেসামরিক নাগরিকদের হত্যা করছিল। সূত্র: রয়টার্স