রোমানিয়ার পশ্চিমাঞ্চলে শক্তিশালী ঝড় আঘাত হেনেছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছে, এ প্রাকৃতিক দুর্যোগে কমপক্ষে ৮ জন নিহত এবং ৬৭ জন আহত হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) বার্তাসংস্থা বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। মূলত তিমিসোয়ারা শহরের বাসিন্দারা এ ঝড়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরটির বেশ কয়েকটি স্থানে পানি এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। তিমিসোয়ারা শহরের মেয়র নিকোলাই রোবি বলেছেন, "আমাদের এ বিষয়ে কোনো সতর্ক করা হয়নি। আবহাওয়া প্রতিবেদনে শুধু বৃষ্টিপাতের কথা বলা হয়েছিলো।" ঝড়টি এখন রোমানিয়া থেকে ইউক্রেনের দিকে যাচ্ছে।