শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদুল আযহার ছুটি শুরু হচ্ছে আগামী মঙ্গলবার (২৯ আগস্ট) থেকে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মঙ্গলবার থেকে শুরু হওয়া ছুটি চলবে আগামী বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) পযর্ন্ত। এছাড়া আগামী মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।