শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
শাহরুখের জন্মদিনে দুর্ঘটনায় কবলে মেয়ে সুহানা খান
প্রকাশ: ০৪:৩২ pm ০৪-১১-২০১৭ হালনাগাদ: ০৪:৩৬ pm ০৪-১১-২০১৭
 
 
 


বলিউড বাদশা শাহরুখের জন্মদিন শুধু খান পরিবারের কাছে নয় সকল সিনেপ্রেমীদের কাছে একটা বিশেষ দিন। বরাবরের মতো এবারও পরিবার এবং বন্ধুদের নিয়ে সেলিব্রেশনের মুডে ছিলেন তিনি। কিন্তু সেখানেই ঘটে গেল দুর্ঘটনা। আহত হয়েছেন শাহরুখের মেয়ে সুহানা খান।

মিড ডে-র খবর অনুযায়ী, বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে আলিবাগের বাংলোয় শাহরুখের জন্মদিনের পার্টিতে চাঁদের হাট বসেছিল। একদিকে শাহরুখের বন্ধুরা অর্থাৎ ফারহা খান, করণ জোহর, দিপীকা পাড়ুকোন, আলিয়া ভাট ছিলেন।

অপরদিকে, ইন্ডাস্ট্রিতে গৌরীর বন্ধু হিসেবে পরিচিত শ্বেতা বচ্চন, সুজান থান, মনদীপ কউর, সীমা খানরা ছিলেন। পার্টিতে বন্ধুদের নিয়ে ছিলেন শাহরুখের সন্তান আরিয়ান এবং সুহানাও। জন্মদিনের পার্টির পর মধ্যরাতে সমুদ্রের পাড়ে বাইক রাইড করছিলেন তারকারা বলে জানা গেছে। শাহরুখের বাইকে ছিলেন দিপীকা। একটি বাইকে ছিলেন আলিয়া-সিদ্ধার্থ। অন্য একটি বাইকে আরিয়ানের পিছনে বসেছিলেন সুহানা।

বাইক রাইড সেরে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। আরিয়ান ব্যালান্স হারিয়ে ফেলেন। বাইক থেকে পড়ে যান সুহানা। সুহানা পড়ে যাওয়ার পরই দৌড়ে আসেন শাহরুখ। আরিয়ানকে বরফ নিয়ে আসতে বলেন। ওই রাতেই চিকিৎসককে ডেকে নেন বাংলোতে। প্রাথমিক চিকিৎসার পর এখন সুহানা সুস্থ রয়েছে বলে জানা গেছে।

সূত্র: আনন্দবাজার

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT