সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ১১ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
শাহিদ খাকান আব্বাসীকে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী মনোনীত
প্রকাশ: ০৯:৪৬ am ৩০-০৭-২০১৭ হালনাগাদ: ০৯:৪৯ am ৩০-০৭-২০১৭
 
 
 


পাকিস্তানে ক্ষমতাসীন মুসলিম লিগ (এন) শাহিদ খাকান আব্বাসীকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছে। আব্বাসী পাকিস্তানের সাবেক পেট্রোলিয়াম মন্ত্রী ছিলেন। গতকাল দলের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফের নাম চূড়ান্ত করেছে দলটি। শাহবাজ সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন আব্বাসী। বিবিসি, ডন, এনডিটিভি। এর আগে পাকিস্তানের সুপ্রিমকোর্ট দুর্নীতির অভিযোগে পূর্বতন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে সরকারি পদে থাকার অযোগ্য ঘোষণা করলে গত শুক্রবার তিনি পদত্যাগ করেন। যতদিন না নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ প্রধানমন্ত্রীর পদ গ্রহণের জন্য তৈরি হচ্ছেন ততদিন আব্বাসী প্রধানমন্ত্রী পদে থাকবেন বলে ধারণা  করা হচ্ছে। শাহবাজ শরিফ এখন পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী। তাকে প্রধানমন্ত্রী হতে গেলে ওই পদ ছাড়তে হবে এবং তার পর কোনো একটি উপনির্বাচনে জয়ী হয়ে পার্লামেন্টের সদস্য হতে হবে। পাকিস্তানের পার্লামেন্টে পিএমএলএনের একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় তারা যাকেই মনোনয়ন দিক না কেন, তিনিই নির্বাচিত হবেন। তাই শাহবাজ শরিফের প্রধানমন্ত্রিত্ব নিশ্চিত বলেই ধরে নেওয়া হচ্ছে। তবে ৪৫ দিনের অন্তর্বর্তী সময়ের জন্য অন্য কাউকে প্রধানমন্ত্রী হিসেবে চিন্তা করা হচ্ছে। দলীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে ডন জানিয়েছে, পাঞ্জাবের করমন্ত্রী মুজতবা শুজাউর রেহমান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন। ২০১৩ সালের জুন থেকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শাহবাজ। এর আগে ১৯৯৭-৯৯ এবং ২০০৮-১৩-এর মার্চ পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রীর পদে ছিলেন। ১৯৮৫ সালে তিনি লাহোর চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হন। দক্ষ প্রশাসক হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছে। প্রধানমন্ত্রী হতে গেলে তাকে আগে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হবে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT