বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাকে এগিয়ে নিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে শিক্ষাকে ব্যবসা হিসেবে না দেখতেও অনুরোধ জানান তিনি।
আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সলিমুল্লাহ মুসলিম হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী-২০১৮ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় শিক্ষা খাতে নজর দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করে আবুল মাল আবদুল মুহিত বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে।
এই পুনর্মিলনিতে ৫০ থেকে ৭০ দশকের অনেক প্রাক্তন ছাত্র উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারউজ্জামান।