আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করতে বঙ্গভবনে যাবে। নির্বাচন কমিশন গঠনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপের অংশ হিসেবে ১১ জানুয়ারি ক্ষমতাসীন দল আ.লীগ এ বৈঠকে অংশ নেবে।
আ.লীগের পক্ষ থেকে ইসি গঠনে রাষ্ট্রপতিকে কী প্রস্তাব দেয়া হবে সে বিষয়ে রোববার রাতে গণভবনে আ.লীগের একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। দলীয় প্রধানের নেতৃত্বে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের বিষয়ে এ বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠক শেষে কয়েকজন নেতার সঙ্গে কথা হলে তারা প্রস্তাব সম্পর্কে কিছু বলতে রাজি হননি। এ সম্পর্কে গণমাধ্যমে এখনই কিছু প্রকাশ না করার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলে জানান নেতারা।
একটি সূত্রে জানা যায়, আ.লীগের পক্ষ থেকে সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের প্রস্তাব দেয়া হবে। তবে সেটা এবার নির্বাচন কমিশর গঠনের আগেই হচ্ছে না। কারণ হিসেবে জানা যায়, বর্তমান কমিশনের মেয়াদ আর অল্প কিছুদিন। এ স্বল্প সময়ের মধ্যে নতুন আইন প্রণয়ন করা যাবে না বলে মনে করছে দলটি।
সূত্রটি জানায়, সার্চ কমিটির মাধ্যমেই আগামী নির্বাচন কমিশন গঠন করা হবে।