বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
সংসদে ঋণ খেলাপির বিস্তারিত তথ্য উপস্থাপন অর্থমন্ত্রীর
প্রকাশ: ০৯:৫০ am ১১-০৭-২০১৭ হালনাগাদ: ০৯:৫৩ am ১১-০৭-২০১৭
 
 
 


এবার জাতীয় সংসদে ঋণ খেলাপির বিস্তারিত তথ্য উপস্থাপন করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এতে এক লাখ কোটি টাকা খেলাপি ঋণের তথ্য ছাড়াও কারা কারা খেলাপি তাদের একটি তালিকা দেয়া হয়েছে।   সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সাংসদ মুহিবুর রহমান মানিকের এক প্রশ্নের জবাবে এই তালিকা সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এতে প্রতিষ্ঠান ও ব্যক্তিসহ মোট ১০০টি নাম রয়েছে।  ওই তালিকায় দুজন ব্যক্তি রয়েছেন, বাকি সব প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দুটির নাম ‍দুবার রয়েছে। এদুটি হচ্ছে বিসমিল্লাহ টাওয়েলস ও যমুনা অ্যাগ্রো কেমিক্যাল। শীর্ষ ঋণ খেলাপির তালিকায় যে দুজন ব্যক্তির নাম রয়েছে, তারা হলেন- মুজিবুর রহমান খান ও এমদাদুল হক ভুইয়া। এর আগে চলতি বছরের এপ্রিল পর্যন্ত খেলাপি ঋণের মোট পরিমাণ ১ লাখ ১১ হাজার ৩৪৭ কোটি টাকা বলে জানিয়েছিলেন অর্থমন্ত্রী। কিন্তু তখন কোন প্রতিষ্ঠানের কত টাকা খেলাপি, তা উল্লেখ করেননি তিনি।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT