শেয়ারবাজারে পতনের ধারা অব্যাহত রয়েছে। সপ্তাহের শুরুর দিনেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২২৬টি কোম্পানির দরপতন হয়েছে। মূল্যসূচক এবং বাজারমূলধনে এর প্রভাব পড়েছে। আর দিনশেষে ডিএসইর সূচক ২২ পয়েন্ট কমেছে। আর লেনদেন কমেছে ২৩ কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, ব্যাংকের বিনিয়োগ নিয়ে বাংলাদেশ ব্যাংকের কঠোর অবস্থানের কারণে বাজারে এ অবস্থার সৃষ্টি হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে ৩৩২টি কোম্পানির ১৭ কোটি ৬৫ লাখ শেয়ার লেনদেন হয়েছে, যার মোট মূল্য ৬৪০ কোটি ৮৫ লাখ টাকা। এর মধ্যে দাম বেড়েছে ৮২টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে ২২৬টি এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর ব্রডসূচক আগের দিনের চেয়ে ২২ দশমিক ৮৫ পয়েন্ট কমে ৫ হাজার ৯৯৫ দশমিক ৪১ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই-৩০ মূল্যসূচক ১৭ দশমিক ২৫ পয়েন্ট কমে ২ হাজার ১৫৬ দশমিক ৬৪ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই শরিয়াহ সূচক ১০ দশমিক ৫৩ পয়েন্ট কমে ১ হাজার ৩০৫ দশমিক ৯৫ পয়েন্টে নেমে এসেছে। সিএসইর বাজারমূলধন আগের দিনের চেয়ে কমে ৪ লাখ ৭ হাজার কোটি টাকায় নেমে এসেছে।