শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
সাহিত্যে নোবেল পেলেন ব্রিটিশ লেখক কাজুও ইশিগুরো
প্রকাশ: ১২:২২ am ০৬-১০-২০১৭ হালনাগাদ: ১২:২৪ am ০৬-১০-২০১৭
 
 
 


২০১৭ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন ব্রিটিশ লেখক কাজুও ইশিগুরো। গত বছর সাহিত্যে নোবেল পান বিখ্যাত গীতিকার ও গায়ক বব ডিলান। বৃহস্পতিবার (০৫ অক্টোম্বর) সুইডিশ একাডেমি এ বছর সাহিত্যে নোবেলজয়ী হিসেবে ৬২ বছর বয়সী কাজুও ইশিগুরোর নাম ঘোষণা করে। একাডেমির কমিটির পক্ষ থেকে এই ব্রিটিশ লেখকের ব্যাপক প্রশংসা করে বলা হয় হয়, লেখক ইশিগুরো নিজের আদর্শ ঠিক রেখে, আবেগপ্রবণ শক্তি দিয়ে বিশ্বের সঙ্গে আমাদের সংযোগ ঘটিয়েছেন। জাপানের নাগাসাকিতে জন্ম নেওয়া ইশিগুরো পাঁচ বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান। সব মিলিয়ে তিনি বই লিখেছেন আটটি, যেগুলো এখন পর্যন্ত ৪০টির বেশি ভাষায় অনূদিত হয়েছে। এ প্রসঙ্গে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় ইশিগুরো জানান, আমি হতবিহ্বল হয়ে পড়েছি। তিনি বলেন, পৃথিবী হুমকির মুখে রয়েছে। আমি আশা করি নোবেল পুরস্কার মাধ্যমে ইতিবাচক কিছু করা সম্ভব। এছাড়াও জলবায়ু পরিবর্তনের জন্য কাজ করতে চান বলে জানান ইশিগুরো। ১৯৫৪ সালের ৮ নভেম্বর জাপানের নাগাসাকিতে জন্মগ্রহণ করেন ইশিগুরো। তার বাবার নাম সিজিও ইশিগুরো এবং মায়ের নাম সিজুকো। ১৯৬০ সালে তার পরিবার ইংল্যান্ডে পাড়ি জমায়। কাজুও ইশিগুরোর উপন্যাসগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো 'দ্য রিমেইন্স অব দ্য ডে' এবং 'নেভার লেট মি গো'। এ দুটি উপন্যাস অবলম্বনে সিনেমাও তৈরি করা হয়েছে। উল্লেখ্য, ১৯০১ থেকে এ পর্যন্ত মোট ১১০ জন সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন, যার মধ্যে ১৪ জন নারী৷ সাহিত্যে যৌথভাবে নোবেল দেয়া হয়েছে ২ বার ৷ ১৯১৪, ১৯১৮, ১৯৩৫, ১৯৪০, ১৯৪১, ১৯৪২ ও ১৯৪৩ সালে (যোগ্য কাউকে পাওয়া যায়নি উল্লেখ করে) সাহিত্যে নোবেল দেয়া হয়নি। নোবেল পুরস্কারের ইতিহাসে দুজন সাহিত্যিক নোবেল প্রত্যাখান করেছেন- বরিস পাস্তেরনাক ও জাঁ পল সার্ত্র।   এরই মধ্যে ঘোষিত হয়েছে পদার্থ ও রসায়নে নোবেল বিজয়ীর নাম। আগামী শুক্রবার শান্তিতে এ বছরের নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে। এছাড়া আগামী সোমবার ঘোষণা করা হবে এ বছরের অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার বিজয়ীর নাম।

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT