প্রবীণ রাজনীতিবিদ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত আর নেই।
রোববার ভোর ৪টা ২৪ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন তার একান্ত সহকারী কামরুল হাসান।
প্রবীণ এ রাজনীতিবিদের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।
শেষ শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ দুপুর ১২টায় ঢাকেশ্বরী মন্দির ও বেলা ৩টায় জাতীয় সংসদ ভবনে রাখা হবে।
শনিবার রাতে সুরঞ্জিতকে ল্যাবএইড হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। রোববার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়ার কথা ছিল।
প্রবীণ এই রাজনীতিবিদের পরিবার থেকে জানানো হয়েছে, গত শুক্রবার ফুসফুসের সমস্যার জন্য রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। শনিবার রাতে শারীরিক অবস্থার আরো অবনতি ঘটায় তাকে প্রথমে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়। পরে রাতেই তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়।