বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
সৃষ্ট ধোঁয়াশা রিষ্কার করবেন লেবাননের প্রধানমন্ত্রী হারিরি
প্রকাশ: ১০:১৮ am ১৯-১১-২০১৭ হালনাগাদ: ১০:২০ am ১৯-১১-২০১৭
 
 
 


সৌদি আরবের রাজধানী রিয়াদে আকস্মিক পদত্যাগের ঘোষণার পরিপ্রেক্ষিতে সৃষ্ট ধোঁয়াশার বিষয়ে বৈরুতে পৌঁছে পরিষ্কার করবেন বলে জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল-হারিরি।

স্থানীয় সময় শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁর সঙ্গে বৈঠক শেষে হারিরি এই মন্তব্য করেন।

গত ৪ নভেম্বর হারিরি পদত্যাগের ঘোষণা দেন।  তাঁর এই পদত্যাগ গ্রহণ করেননি লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন।

এই পদত্যাগে লেবাননে রাজনৈতিক সংকট ঘনীভূত হয়। এটি মুখোমুখি করে দেয় মধ্যপ্রাচ্যের দুই বৈরী রাষ্ট্র সৌদি আরব ও ইরানকে।

‘আগামী কয়েক দিনের মধ্যেই আমি বৈরুতে যাব, আমি স্বাধীনতা উদযাপনের অংশ নেব। সেখানে প্রেসিডেন্ট (মিশেল) আউনের সঙ্গে বৈঠকের পর লেবাননের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান খোলাসা করব’, বলেন হারিরি।

ওই বক্তব্যের পর হারিরি সাংবাদিকদের জানান, বুধবার লেবাননের স্বাধীনতা দিবসের আগেই বৈরুতে পৌঁছার ইচ্ছা আছে তাঁর। এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।

ফ্রান্সের প্রেসিডেন্ট দপ্তর সূত্রে জানা যায়, লেবানন সংকটে মধ্যস্থতা করায় ইমানুয়েল ম্যাকরোঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হারিরি।

ম্যাকরোঁর উদ্যোগেই সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে প্যারিসে উড়ে যান হারিরি। এর মধ্য দিয়েই সংকটের জট খোলা শুরু হয়।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT