সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ তার ভাতিজা মোহাম্মেদ বিন নায়েফকে সরিয়ে সৌদি আরবের ক্রাউন প্রিন্স হিসেবে নিজের ছেলে মোহাম্মদ বিন সালমান আল সৌদের (৩২) নাম ঘোষণা করা করেছে। বুধবার (২১ জুন) মধ্যপ্রাচ্যের রাজতন্ত্রের দেশ সৌদি আরবের রাজকীয় ফরমানের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) ওই পদে পরিবর্তনের এ খবর জানিয়েছেন। গতকাল মঙ্গলবার মধ্যরাতে মক্কার আল সাফা প্রাসাদে সাকসেশন কমিটির বৈঠকে অনুষ্ঠিত সৌদি আরবের সাকসেশন কমিটির ভোটে মোহাম্মদ বিন সালমান ৪৩টি ভোটের মধ্যে ৩১টি ভোট পেয়ে মনোনীত হন। এর আগে মোহাম্মদ বিন সালমান আল সৌদ দেশটির ডেপুটি ক্রাউন প্রিন্স ছিলেন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেন। তিনি দেশটির অর্থনৈতিক ও উন্নয়ন বিষয়ক কাউন্সিলের প্রধান। সৌদি বাদশার ডিক্রিতে প্রিন্স আবদুল আজিজ বিন সউদ বিন নাইফকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।