মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ ১৯শে অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
স্কেলের আঘাতে ছাত্রীর চোখ নষ্ট হওয়ার অভিযোগে স্কুলশিক্ষককে গ্রেফতার
প্রকাশ: ১১:৩৬ am ২৪-০৮-২০১৭ হালনাগাদ: ১১:৩৭ am ২৪-০৮-২০১৭
 
 
 


ঝিনাইদহের শৈলকুপায় স্কেলের আঘাতে ছাত্রীর চোখ নষ্ট হওয়ার অভিযোগে এক স্কুলশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, দহকোলা গ্রামের মনতেজার রহমান মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মুরাদ হোসেনের স্কেলের আঘাতে ষষ্ঠ শ্রেণির ছাত্রী মারিয়াতুছ ফোয়ারার চোখ নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় ফোয়ারার বাবা শরিফুল ইসলাম মঙ্গলবার রাতে মামলা করার পর পুলিশ তাকে গ্রেফতার করে। শরিফুল বলেন, গত ১২ আগস্ট স্কুলে থাকার সময় ফোয়ারার কলমের কালি ওই শিক্ষকের হাতে লেগে যায়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে স্কেল দিয়ে ফোয়ারার চোখে আঘাত করেন। চোখে রক্তক্ষরণ হলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা খারাপ হলে ঢাকায় নেওয়া হয় উন্নত চিকিত্সার জন্য। সেখানে চিকিত্সকরা জানান, চোখ নষ্ট হয়ে গেছে। উন্নত চিকিত্সার জন্য মেয়েকে ভারতে নিতে চান, কিন্তু অর্থাভাবে তা পারছেন না বলে জানান শরিফুল। মনতেজার রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ন কবির জানান, ছাত্রছাত্রীরা দুষ্টুমি করছিল। এ সময় তাদের শান্ত করতে গিয়ে শিক্ষক মুরাদ হোসেন হাতের স্কেল দিয়ে আঘাত করলে শিক্ষার্থী ফোয়ারা চোখে আঘাত পায়। তিনি জানান, এ ঘটনায় বিদ্যালয় পরিচালনা কমিটি তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। তিনি নিজেও ফোয়ারার চিকিত্সার খোঁজ খবর নিয়েছেন। শৈলকুপা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামিম আহমেদ খান জানান, বিষয়টি কেউ তাকে অফিসিয়ালি জানায়নি। তবে তিনি লোকমুখে বিষয়টি শুনেছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, ফোয়ারার বাবা শরিফুল ইসলাম মঙ্গলবার রাতে থানায় একটি মামলা করেছেন। এ ঘটনায় শিক্ষক মুরাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT