বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
স্ক্রিন অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতা অমিতাভ, সেরা অভিনেত্রী আলিয়া
প্রকাশ: ১২:০০ am ০৫-১২-২০১৬ হালনাগাদ: ০৫:২৩ pm ০৫-১২-২০১৬
 
 
 


 
স্ক্রিন অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতা অমিতাভ, সেরা অভিনেত্রী আলিয়া
 অমিতাভ বচ্চন, (ডানে) আলিয়া ভাট

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বলিউডে পুরস্কার প্রদান মৌসুম শুরু হলো। রোববার (৪ ডিসেম্বর) ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডসের ২৩তম আসর। এতে চারটি পুরস্কার জিতেছে সুজিত সরকার প্রযোজিত ‘পিঙ্ক’। এটি হয়েছে সেরা চলচ্চিত্র। এতে আইনজীবী চরিত্রে অনবদ্য অভিনয়ের সুবাদে সেরা অভিনেতা হয়েছেন অমিতাভ বচ্চন।

‘উড়তা পাঞ্জাব’-এ নিম্নবিত্ত তরুণীর চরিত্রে দুর্দান্ত অভিনয়ের স্বীকৃতিস্বরূপ সেরা অভিনেত্রী হয়েছেন আলিয়া ভাট। তাকে স্টার প্লাস কি নয় সোচ অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে। চারটি বিভাগে সেরা হয়েছে ‘নীর্জা’ও। তিনটি করে পুরস্কার গেছে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ও ‘এম.এস. ধোনি-দ্য আনটোল্ড স্টোরি’ ছবির ঘরে।

আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী রেখাকে। তারকাখচিত এ আয়োজনে পুরস্কার বিতরণী ছাড়াও ছিলো জমকালো পরিবেশনা। জেনে নিন বার্ষিক স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডসে এবারের সেরাদের তালিকা।

চলচ্চিত্র: পিঙ্ক
অভিনেতা: অমিতাভ বচ্চন (পিঙ্ক)
অভিনেত্রী: আলিয়া ভাট (উড়তা পাঞ্জাব)
পরিচালক: রাম মাধবানি (নীর্জা)
অভিনেতা (কমেডি): বরুণ ধাওয়ান (ঢিশুম)
শিশুশিল্পী: রিয়া শুক্লা (নীল বাট্টে সান্নাটা)
নবাগত অভিনেতা: জিম সর্ব (নীর্জা) ও হর্ষবর্ধন কাপুর (মিরজিয়া)
নবাগতা অভিনেত্রী: দিশা পাতানি (এম.এস. ধোনি-দ্য আনটোল্ড স্টোরি)
পার্শ্ব অভিনেতা: ঋষি কাপুর (কাপুর অ্যান্ড সানস)
পার্শ্ব অভিনেত্রী: শাবানা আজমি (নীর্জা)

গীতিকার:
অমিতাভ ভট্টাচার্য (অ্যায় দিল হ্যায় মুশকিল)
সংগীত পরিচালক: প্রীতম চক্রবর্তী (অ্যায় দিল হ্যায় মুশকিল)

গায়ক:
অমিত মিশ্র (গান: বুলেয়া, অ্যায় দিল হ্যায় মুশকিল)

গায়িকা:
পলক মুচ্ছাল (গান: কৌন তুঝে, এম.এস. ধোনি-দ্য আনটোল্ড স্টোরি)

নৃত্য পরিচালক:
বোসকো-সিজার (গান: কালা চশমা, বারবার দেখো)
সম্পাদনা: আদিত্য ব্যানার্জি (পিঙ্ক)
চিত্রগ্রাহক: অনয় গোস্বামি (ফিতুর)
অ্যাকশন পরিচালক: জয় সিং নিজার (শিবায়)
গল্প ও চিত্রনাট্যকার: সাইবিন কোয়াদ্রেস (নীর্জা)
সংলাপ রচয়িতা: রিতেশ শাহ (পিঙ্ক)

সমালোচকদের পছন্দে সেরা
অভিনেতা: সুশান্ত সিং রাজপুত (এম.এস. ধোনি-দ্য আনটোল্ড স্টোরি)
অভিনেত্রী: সারা ভাস্কর (নীল বাট্টে সান্নাটা)
উদীয়মান নতুন পরিচালক: টিনু সুরেশ দেশাই (রুস্তম)
স্টার প্লাস কি নয় সোচ অ্যাওয়ার্ড: আলিয়া ভাট
আজীবন সম্মাননা পুরস্কার: রেখা
স্টাইল আইকন অ্যাওয়ার্ড: দীপিকা পাড়ুকোন

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT