সড়ক দুর্ঘটনায় নাজমুল হাসান নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্র নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলাধীন জোড়াদহ নামক স্থানে ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নাজমুল হাসান বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। নাজমুল হাসান কুড়িগ্রামের রাজিবপুর থানার আদম আলীর ছোট ছেলে।
এ ব্যাপারে প্রক্টর প্রফেসর ড. মো. মাহবুবর রহমান বলেন, সড়ক দুঘটনায় শিক্ষার্থী মারা যাওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও পীড়াদায়ক ঘটনা। হাসপাতাল ও আইন-শৃঙ্খলা বাহিনীর সকল প্রক্রিয়া শেষে নাজমুলের মরাদেহ বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স যোগে তার গ্রামের বাড়িতে পাঠানো হবে।