হাইড্রোজন ট্রেন বানাচ্ছে জার্মানি। এটি হবে বিশ্বের প্রথম হাইড্রোজন ইঞ্জিনচালিত ট্রেন। ২০২১ সালে এই ট্রেন চালু করার কথা রয়েছে। ফ্রান্সের ইঞ্জিনিয়ারিং জায়ান্ট অলসটম বলছে, জার্মানির একটি রেল কোম্পানি এলএনভিজি’র সঙ্গে ১৪টি জ্বালানি-সেল বিশিষ্ট ট্রেন নিতে তাদের চুক্তি হয়েছে। এ্ই ট্রেন সর্বোচ্চ ১ হাজার কিলোমিটারের মধ্যে চলবে। গতি হবে ঘণ্টায় ১৪০ কিলোমিটার। ট্রেনটি ডিজেল ইঞ্জিনচালিত ট্রেনের পরিবর্তে চলবে অবিদ্যুতায়িত লাইনে। তবে ভবিষ্যতে বৈদ্যুতিক লাইনে এই ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে দেশটির।