শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
খিলগাঁওয়ে রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত
প্রকাশ: ০৪:৪৬ pm ১৮-০৩-২০১৮ হালনাগাদ: ০৪:৪৭ pm ১৮-০৩-২০১৮
 
 
 


রাজধানীর খিলগাঁওয়ে রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম আবদুর রশিদ (৪১)। ঘটনার সময় তাঁর শিশুসন্তান উপস্থিত ছিল।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে বাগিচা মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। রশিদ কুমিলার ভাংগুরা উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার জানান, কমলাপুর থেকে বিমানবন্দর রেলস্টেশনগামী একটি ট্রেনের ধাক্কায় আহত হন রশিদ। পরে ঘটনাস্থলে থাকা পথচারীরা দ্রুত তাঁকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

ওসি আরো জানান, রশিদ চোখের চিকিৎসার জন্য ঢাকায় এক আত্মীয়র বাসায় উঠেছিলেন। ঘটনার সময় তাঁর সাত বছর বয়সী সন্তান ছিল। শিশুটি সুস্থ আছে। রশিদ একটি ওষুধ কোম্পানি চাকরি করতেন।

ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT