বিয়ে একটু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বের বিভিন্ন দেশেই গণ বিয়ের আয়োজন করা হয়।গেলো শুক্রবার এবার ফিলিস্তিনের গাজায় এমনই একটি গণবিবাহ অনুষ্ঠানের আয়োজন করে রাজনৈতিক দল হামাস। আর এ বিয়ের অনুষ্ঠানে আগত বর-কনে মিয়ানমারে নির্যাতন বন্ধের দাবি জানায়।গাজার রাফায় এই বিয়েতে ১০০ দম্পতি অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে পাত্র-পাত্রী ছাড়াও তাদের অভিভাবক ও বেশ কিছু রাজনৈতিক নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
হামাস নেতা খালিল আল-হায়া বলেন, আমাদের সৎ ও বাস্তব জাতীয়তাবাদের বিশ্বাস রাখতে হবে। ইহুদী ও জিউনিস্ট প্রতিবেশী শত্রুদের থেকে নিজেদের রক্ষার জন্য লড়াই করতে হবে।
হামাস নিয়মিত এই অঞ্চলে এই ধরণের গণবিয়ের আয়োজন করে থাকে এবং নব-দম্পতিদের উপহার সামগ্রী দিয়ে থাকে।
একজন দম্পতি বলেন, এই করুন পরিস্থির মধ্যে এই আয়োজনের জন্য হামাসকে ধন্যবাদ।তবে আমাদের অর্থনৈতিক অবস্থা এমন যে উপহার হিসেবে ১০০ ডলার যথেষ্ট নয়।
এই অনুষ্ঠানের নব-দম্পতিরা লাল রঙের প্লাকাডের মধ্যে আরবী ও ইংলিশ এ বার্মা লিখে নির্যাতন বন্ধের অনুরোধ করেন।