বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
হারিরি তার পদত্যাগ সাময়িকভাবে স্থগিত করেছেন
প্রকাশ: ০৫:১৯ pm ২২-১১-২০১৭ হালনাগাদ: ০৫:২১ pm ২২-১১-২০১৭
 
 
 


লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি তার পদত্যাগ সাময়িকভাবে স্থগিত করেছেন। হারিরি বুধবার (২২ নভেম্বর) জানিয়েছেন, তিনি দেশটির প্রেসিডেন্ট মিশেল আউনের কাছে পদত্যাগ পত্র উপস্থাপন করার পর তাকে সেটি স্থগিত করতে বলা হয়েছে। হারিরি দেশে ফেরার পরদিনই প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসেন। প্রেসিডেন্ট মিশেল আউন তাকে স্বশরীরে পদত্যাগ পত্র জমার দেয়ার জন্য বলেন। তার মতে হারিরি সৌদি কর্তৃপক্ষের চাপে পড়ে পদত্যাগ করছেন। তবে হারিরি কোনো প্রকার চাপে পড়ে পদত্যাগের কথা অস্বীকার করেছেন। লেবাননের প্রেসিডেন্ট ভবনে বৈঠকের পর একটি টেলিভিশন বক্তৃতায় হারিরি বলেন, "আজ আমি প্রেসিডেন্টের সামনে আমার পদত্যাগ পত্র উপস্থাপন করেছ। তিনি আমাকে এটা সাময়িকভাবে স্থগিত করার জন্য বলেছেন। এবং এ বিষয়ে আলোচনা করার জন্যও বলেছেন।" তিনি আরো বলেন, "আমি তার অনুরোধে সম্মতি জানিয়েছি। আমি মনে করি তিনি গুরুতর বিষয়ে আলোচনার জন্যই এটি বলেছেন।" উল্লেখ্য, গত ৪ নভেম্বর সৌদি আরবে সফরকালীন হারিরি আকস্মিকভাবে পদত্যাগ ঘোষণা করেন। এতে করে লেবাননে রাজনৈতিক সংকটের সূত্রপাত ঘটে।

সূত্র: বিবিসি

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT