৪৫তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের জন্য রাশিয়ার হ্যাকার ও মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে (এফবিআই) দায়ী করেছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন। ডেইলি মেইল
ডেমোক্রেটিক পার্টির তহবিলদাতাদের উদ্দেশে হিলারি বলেছেন, নির্বাচনের আগে আগে ই–মেইল কেলেঙ্কারি নিয়ে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক জেমস কোমি যে নতুন তদন্তের ঘোষণার কারণে নির্বাচনে ব্যাপক প্রভাব পড়ে এবং অনেক রাজ্যে তিনি ট্রাম্পের থেকে পিছিয়ে পড়েন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে অভিযোগ করে হিলারি বলেছেন, তার প্রতি পুতিনের ব্যক্তিগত আক্রোশ রয়েছে। ফলে রাশিয়া তার বিপক্ষে ছিল।
ডেমোক্রেটিক পার্টির ই–মেইল হ্যাকিংয়ে ব্যক্তিগতভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। তবে রাশিয়া এটি প্রত্যাখ্যান করেছে।
এদিকে রাশিয়ার ‘অর্ডার অব ফ্রেন্ডশিপ’ খেতাবপ্রাপ্ত রেক্স টিলারসনকে নিজের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাছাই করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে টিলারসনের ব্যাপারে রিপাবলিকান এবং ডেমোক্রাট উভয় শিবিরের মধ্যেই উদ্বেগ রয়েছে। এমন পরিস্থিতে হিলারির বক্তব্য অনেকটা প্রাসঙ্গিক হয়ে উঠেছে মার্কিন রাজনীতিতে।