১০ লাখ ছাত্রীকে সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ দেয়া হবে।আমাদের মৌলিক চাহিদর সঙ্গে ইন্টারনেটও অন্তর্ভুক্ত করা প্রয়োজন। দেশে সাইবার অপরাধের বেশি শিকার অল্পবয়সী নারী বা কিশোরী মেয়েরা।এসব কথা বলেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বুধবার (১৯ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট মিলনায়তনে সাইবার সিকিউরিটি বিষয়ে কর্মশালার তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অল্প বয়সী মেয়েরা যখন সাইবার অপরাধের শিকার হয়, অনেক সময় তারা বুঝতে পারে না যে তারা কী করবে বা কাকে জানাবে। অনেকেই কাউকে জানান না। নীরবে হয়রানির শিকার হতে থাকে।এসব হয়রানি ঠেকাতে ও সাইবার অপরাধের শিকার হলে করণীয় সম্পর্কে সচেতন করতেই স্কুল শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ার এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের তথ্য যোগাযোগ ও প্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতাধীন কন্ট্রোল অব সার্টিফায়িং অথরিটি (সিসিএ) এ কর্মশালার আয়োজন করে। এ কর্মসূচির আওতাধীন দেশব্যাপী আট বিভাগের ৪০টি স্কুল ও কলেজের প্রায় ১০ হাজার ছাত্রীকে সচেতন করা হবে।