শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ,১০ জুলাই থেকে আবেদন
প্রকাশ: ০৯:৪০ am ২১-০৬-২০১৭ হালনাগাদ: ০৯:৪৩ am ২১-০৬-২০১৭
 
 
 


৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ২৪ জন নিয়োগ পাবেন। প্রার্থীরা আগামী ১০ জুলাই থেকে ৩৮তম বিসিএসের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১০ আগস্ট। গতকাল বিকেলে পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। ৩৮তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ৩০০ ও পুলিশ ক্যাডারে ১০০ জন, স্বাস্থ্য ক্যাডারে ২২৫, কৃষি ক্যাডারে ১৯১, শিক্ষা ক্যাডারের অধীনে সরকারি সাধারণ কলেজগুলোতে ৮৩৯ জনসহ বিভিন্ন ক্যাডারে ২ হাজার ২৪ জনকে নিয়োগ দেওয়া হবে। পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, ‘এবার থেকে দুজন পরীক্ষক বিসিএসের খাতা দেখবেন। যদি এক্ষেত্রে দুই পরীক্ষকের নম্বরে ২০ শতাংশ পার্থক্য থাকে, তবে তৃতীয় পরীক্ষকের কাছে খাতা যাবে।’ তিনি আরও বলেন, ‘বাংলার সঙ্গে সঙ্গে ইংরেজি ভার্সনেও প্রশ্ন থাকবে। আবেদনের সময় ফরমে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিতে হবে।’ নতুন বিভাগ হিসেবে ময়মনসিংহেও এবার থেকে পরীক্ষা হবে বলে জানান তিনি।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT