সাইবেরিয়ার ইউকুটিয়ায় রাশিয়ার একটি প্রতিরক্ষা বিমান আইএল-১৮ বিধ্বস্ত হয়েছে।
বিমানটিতে ৩২ জন যাত্রী ও সাতজন ক্রু ছিলেন। হতাহতের সংখ্যা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভিন্ন ভিন্ন তথ্য দেওয়া হয়েছে।
রাশিয়ার ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সির খবরের বরাত দিয়ে রাশিয়া টাইমসে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে একটি আইএল-১৮ বিমান ক্রাশ ল্যান্ডিং করেছে। এর ৩৯ আরোহী-ই বেঁচে আছেন। তবে আহত হয়েছেন ১৯ জন।
এদিকে, বিবিসি অনলাইনের ব্রেকিং নিউজে নিহতের সংখ্যা ২৭ জন বলা হয়েছে। এতে আরো বলা হয়েছে, পাঁচজন আরোহীর বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
রাশিয়ার বার্তা সংস্থা তাসে বলা হয়েছে, সোমবার সকালে ইয়েকাতেরিনবার্গ শহরের কল্টসোভো বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া বিমানটি তিকসি বসতির ২৭ কিলোমিটার দূরে ক্রাশ ল্যান্ডিং করে।