বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
৪৮ পেয়েও ফেল করলো যেভাবে এসএসসি পরীক্ষায়
প্রকাশ: ০১:৫১ pm ০৬-০৫-২০১৭ হালনাগাদ: ০১:৫৪ pm ০৬-০৫-২০১৭
 
 
 


২০১৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নির্ধারিত ৩৩ মার্কসের বেশি পেয়েও ফেল করেছে এক ছাত্রী। বিজ্ঞান বিভাগের ওই ছাত্রীর নাম রেশমী আক্তার। চট্টগ্রামের গুলজার বেগম সিটি করপোরেশন মুসলিম গার্লস স্কুলের এ ছাত্রী রসায়নে ৪৮ নম্বর পেলেও তাকে ফেল দেয়া হয়েছে!

বৃহস্পতিবার (৪ মে) চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনলাইনে নম্বরসহ প্রকাশিত ফলে এমন তথ্য দেখা যায়।

যদিও পাবলিক পরীক্ষার নির্দেশনা অনুযায়ী, ১০০ নম্বরের পরীক্ষায় ৩৩ পেলে যেকোনো পরীক্ষার্থী কৃতকার্য হিসেবে গণ্য হবে। সেখানে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের তত্ত্বাবধানে প্রকাশিত এসএসসির ফলে এ ছাত্রীকে ফেল দেখানো হয়েছে।

রেশমির বাবা সঞ্জয় পাল এ বিষয়ে বলেন, ‘আমার মেয়ের মনোবলই ভেঙে গেছে। তার সব পরীক্ষা ভালো হয়েছে। গতকাল দুপুরে রেজাল্ট পাওয়ার পর সে কান্নায় ভেঙে পড়ে। অনলাইনে তার ফলের কপি হাতে পাওয়ার পর দেখি, রসায়নে ৪৮ নম্বরের পাসে এফ (F) উল্লেখ রয়েছে।’

এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান বলেন, ‘এতে অবাক হওয়ার কিছু নেই। ব্যবহারিক, লিখিত ও নৈর্ব্যত্তিকে আলাদা পাস করতে হয়। সেখানে মোট ৩৩-এর হিসাব নয়। ওই শিক্ষার্থী হয় তো কোনো একটাতে ফেল করেছে তাই ফেল দেখাচ্ছে। স্পষ্ট নির্দেশনা আছে, অবশ্যই আলাদাভাবে ৩টিতেই পাস করতে হবে।’

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT